ওডিআই বিশ্বকাপের মঞ্চে এক নতুন ইতিহাস তৈরি করলেন আফগানিস্তানের ইব্রাহিন জাদরান। প্রথম আফগান ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরী করার রেকর্ড গড়লেন তিনি। সেইসঙ্গে তিনিই প্রথম আফগানিস্তান ক্রিকেটার হিসাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করারও রেকর্ড গড়েছেন। এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে আফগানিস্তান। একের পর এক রেকর্ড গড়ে কার্যত সকলকেই চমকে দিচ্ছে তারা। এবার অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে সেঞ্চুরী করার রেকর্ড গড়লেন ইব্রাহিম জাদরান।
চলতি বিশ্বকাপের মঞ্চে তিন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে আফগানিস্তান। গতবারের ইংল্যান্ডকে হারিয়ে কার্যত সকলকে চমকে দিয়েছিল তারা। বিশ্ব ক্রিকেটের মঞ্চে কেন তাদের জায়ান্ট কিলারের তকমা দেওয়া হয়েছে সেই কথাই এবারের বিশ্বকাপের মঞ্চে সকলকে জানান দিচ্ছে আফগানিস্তান। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিটা সাফল্যের পিছনেই অন্যতম প্রধান কারিগড় এই ইব্রাহিম জাদরান। সেই তারকা ক্রিকেটারের হাত ধরেই বিশ্বকাপের মঞ্চে নতিুন ইতিহাস তৈরি করল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে এবার সেঞ্চুরী করলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বল খেলে সেঞ্চুরী করেছেন ইব্রাহিম জাদরান
এবারের বিশ্বকাপের মঞ্চে শুরুটা আফগানিস্তান ভালভাবে না করতে পারলেও, সময় এগনোর সঙ্গে সঙ্গে তারাও ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো দলকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে সকলকে আপ্লুত করেছে তারা। এমন পারফরম্যান্সের পর থেকেই আফগানিস্তানের কোচ জনাথন ট্রটের মুখ থেকে আরেকটা কথা বারবার শোনা গিয়েছিল। বিশ্বকাপে আফগান ক্রিকেটারদের থেকে সেঞ্চুরীর প্রত্যাশায় ছিলেন তিনি। সেই স্বপ্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই পূরণ হল তাঁর। স্বপ্নপূরণের কারিগড় তরুণ ক্রিকেটার ইব্রাহিম জারদান।
তাঁর আগে বিশ্বকাপের ম়্চে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান ছিল সামিউল্লাহ শিনওয়ারির। তবে সেঞ্চুরী করতে পারেননি সেই প্রাক্তন ক্রিকেটার। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রান করেছিলেন তিনি। সেই রেকর্ডই এদিন ভেঙে দিলেন আফগানিস্তানের এই তরুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ সেঞ্চুরী করলেন তিনি। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক।
অজিদের বিরুদ্ধে শুরু থেকেই ক্রিজ আঁকড়ে পড়েছিলেন ইব্রাহিন জাদরান। কখনোও রহমনুল্লাহ গুরবাজ তো কখনোও রহমত শাহ-রা তাঁকে সঙ্গ দিয়েছেন। কিন্তু কোনও আফগান ক্রিকেটারই দীর্ঘক্ষণ থাকতে পারেননি। ওপেন করতে নমে দলের রান একা হাতেই এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা চালিয়ে গিয়েছেন তিনি। ১৩১ বলেই বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরী করলেন ইব্রাহিন জাদরান। সেইসঙ্গে আফগান ক্রিকেটের ইতিহাসে নিজের জায়গা পাকা করে ফেললেন এই তরুণ ক্রিকেটার। সেঞ্চুরী করা পর্যন্ত তিনি একাই মেরেছিলেন ৭টি চার ও ১টি ওভার বাউন্ডারি।