ঘরের মাঠে প্রথমবার এবারের বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন রোহিত শর্মা। শুরুটা বাউন্ডারি হাঁকিয়ে করলেও শেষরক্ষা করতে পারলেন না ভারতী. দলের তারকা অধিনায়ক। প্রথম ভারতীয় হিসাবে এবারের বিশ্বকাপের মঞ্চে ৪০০ রান করার রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু সেই রেকর্ডের মঞ্চে বড় রান করতে ব্যর্থই হলেন হিটম্যান। ওয়াংখেড়েতে হিটম্যান শো না দেখেই ফিরতে হবে ভারতীয় ক্রিকেট সমর্থকদেরষ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৪ রানেই এদিন সাজঘরে ফিরে গিয়েছেন রোহিত শর্মা। আর তাতেই খানিকটা হলেও মন খারাপ রোহিত ভক্তদের।
এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাতী. দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ভারতীূয় দলের তারকা অধিনায়ক। তাঁকে ঘিরে এবারের বিশ্বকতাপের মঞ্চে ক্রমশই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিলেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে বড় রানের প্রত্যাশায় ছিলেন সকলে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে মাত্র ৪ রানেই থামতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে।
২ বল খেলে ৪ রান করেই সাজঘরে ফিরে গিয়েছেন রোহিত শর্মা
টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। শুরুতেই প্রথম বলে বাউন্ডারি মেরে ম্যাচ আরম্ভ করেছিলেন রোহিত শর্মা। তাঁর সেই শট দেখে সকলের মনেই আশা জাগতে শুরু করেছিল। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত শর্মাকে। সেই বাউন্ডারির মারার সঙ্গেই এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম ভারতীয় হিসাহবে ৪০০ রানের গন্ডী টপকেছিলেন রোহিত শর্মা। এছাড়াও আরও বেশ কয়েকটা রেকর্ডের হাতছানি ছিল রোহিত শর্মার সামনে। যদিও সেগুলো মাঠে ফেলে রেখেই যেতে হয়েছে ভারতীয় দলের এই তারকা অধিনায়ককে।
চলতি বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার ব্যাটে রানের ঝলক রয়েছে। একটি সেঞ্চুরী করে যেমন সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। তেমনই একের পর এক ম্যাচে বড় রান করে আরও অনেক রেকর্ড ভেঙেছেন রোহিত শর্মা। ওয়াংখেড়েতে এই ম্যাচেও রোহিত শর্মার ব্যাট থেকে বড় রৈানের প্রত্যাশায় ছিলেন সকলে। কিন্তু শেষপর্যন্ত ৪ রানেই দিলশান মদুশঙ্কার কাছে ব্যর্থ হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত শর্মাকে।
রোহিত শর্মা ফিরে গেলেও এই ম্যাচে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি ও শুভমন গিল। এই দুই তারকা ক্রিকেটারের হাত ধরেই বড় রানের রাস্তাতে এগোতে শুরু করেছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।