চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে কামব্যাক করেছিলেন মিচেল স্টার্ক। সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপ শুরু হওার আগেই নিজের পুরনো ছন্দে মিচেল স্টার্ক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছে অস্ট্রেলিয়া। সেখানেই বিধ্বংসী মেজাজে মিচেল স্টার্ক। হ্যাটট্রিক করেই বিশ্বকাপের মঞ্চে নামার জানান দিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। এই পারফরম্যান্স যে অস্ট্রেলিয়া শিবিরের আত্মবিশ্বাস অমনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ ৫০ ওভারের পরিবকর্তে ২৩ ওভারেই হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রতমে ব্যাট করে খুব একটা বড় রান করতে না পারলেও, নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল হাতে মিচেল স্টার্ক সকলকে কার্যত চমকে দিয়েছে। এবারের বিশ্বকাপে যে অস্ট্রেলিয়ার সেরা অস্ত্র মিচেল স্টার্ক তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের প্রস্তুতি পর্ব থেকেই তার জানান দিলেন এই তারকা ক্রিকেটার। নেদারল্যান্ডসের বিরুদ্ধেই ওডিআই কেরিয়ারের অন্যতম হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন এই তারকা ক্রিকেটার।
নেদারল্যান্ডসের তিনজন ব্যাটারকেই শূন্য রানে সাজঘরে ফিরিয়েছিলেন মিচেল স্টার্ক
এদিন নেদারল্যান্ডসের টপ অর্ডারের তিন ব্যাটারদেরই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক। এই পারফরম্যান্স মিচেল স্টার্ক বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। সেখানে ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। স্টিভ স্মিথই জশ ইঙ্গলিসের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন স্টিভ স্মিথ। বিশ্বকাপের আগে অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনিও। বিশেষ করে মিচেল স্টার্কের ইয়র্কার নিয়েই হৈচৈ সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/bholination/status/1708154197399789843
এছাড়া অবশ্য অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রান করতে পারেননি। স্টিভ স্মিথ করেছিলেন ৫৫ রান। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া করে ৭ উইকেটে ১৬৬ রান। কম রান হলেও এদিন মিচেল স্টার্ক ছিলেন বিধ্বংসী ফর্মে। নেদারল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারকেই শূন্য রানে এদিন সাজঘরে ফিরিয়েছিলেন মিচেল স্টার্ক। ম্যাক্স ডি ওউড, ওয়েসলি ব্যারেসি এবং বাস ডে লিডদের রানের খাতাই খুলতে দেননি তিনি। একটি এলবি করলেও বাকি দুজনকে ক্লিন বোল্ড করেছেন মিচেল স্টার্ক। সেখানেই তাঁর একটি ইয়র্ক নিয়ে হৈচৈ।
সেইঙ্গেই ওডিআই কেরিয়ারের আরও একটা হ্যাটট্রিকের সংখ্যা বাড়ালেন এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের আগে মিচেল স্টার্কের এই পারফরম্যান্স যে অনেককেই চিন্তায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।