ওডিআই বিশ্বকাপের মঞ্চে স্বপ্নের দৌড় অব্যহত আফগানিস্তানের। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল আফগানিস্তাম। ওডিআই বিশ্বকাপের মঞ্চে জয়ের হ্যাটট্রিক করলেন রশিদ খানরা। পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নিল আফগান বাহিনী। বল হাতে চার উইকেট নিয়ে কাজটা অর্ধেক করে রেখেছিলেন ফজলহক ফারুকি। ব্যাট হাতে বাকি কাজটা করে দিলেন আজমতউল্লাহ ওমরজাই ও হসমতউল্লাগ শাহিদিরা। একসময় পিছিয়ে থাকলেও আফগানিস্তান যে এবার সেমিফাইনালের দৌড়ে ঢুকে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
শ্রীলঙ্কাকে ২৪১ রানে বেধে দিয়ে কাজটা তনই প্রায় সেরে ফেলেছিলেন তারা। ব্যাট হাতে কম রানের লক্ষ্যে পৌঁছতে খুব একটা বেশী সময় লাগল না আফগান বাহিনীর। ৪৫.২ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এবারের িবশ্বকৈাপের মঞ্চে তাদের তৃতীয় জয় তুলে নিল আফগানিস্তান। সেইসঙ্গেই সেমিফাইনালের লক্ষ্যেও যেন নিজেদের অনেকটা এগিয়ে নিল তারা। ব্যাট হাতে এদিন দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। শেষ মুহূর্তে তাঁর ৭৩ রানের ঝোরো ইনিংসে ভর করেই ফের একটা জয় তুলে মনিলে আফগান বাহিনী।
৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ফজলহক ফারুকি
বিশ্ব ক্রিকেটে তাদের গায়ে রয়েছে জায়ান্ট কিলারের তকমা। সেটা যে একেবারেই ভুল নয়, এবারের বিশ্বকাপের মঞ্চে তা প্রমাণ করে দিলেন তারা। এদিন টস জিতে প্রথমে বোলিংয়েরপ সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক। শ্রীলঙ্কা শুরুটা ভালভাবে করলেও পাথুম নিসাঙ্কা ফেরার পরই শ্রীলঙ্কাকে আরও বেশী টেপে ধরেছি আফগান বাহিনী। সেই জায়গা থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। এদিন কুশল মেন্ডিস থেকে চরিথ আসালঙ্কা এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ, কোনও তারকা ক্রিকেটারই আফগান বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি। ফজলহক ফারুকি একৈাই কার্যত শেষ করে দিয়েছিলেন তাদের। তিনি একাই শ্রীলঙ্কার চার উইকেট তুলে নিয়েছিলেন।
২৪১ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সহজ লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই এওকটা উইকেট হারিয়েছিল আফগানিস্তান। তবে শ্রীলঙ্কা খুব একটা বেশী সুবিধা করতে পারেনি। রহমত শায়ের ৬২ রানের ইনিংসটা আফগানিস্তানের ব্যাটিংয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। এরপর আর আজমতউল্লাহ ওমরজাই ও হাসমতউল্লাহ শাহিদিকে সাজঘরে ফেরানোর রাস্তা খুঁজে পায়নি শ্রীলঙ্কার বোলাররা।
এদিন ৬৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৬টি চার ও তিনটি ওভার বাউন্ডারি। এদিন আফগানিস্তানের তিন উইকেটের বেশী তুলতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা। কার্যত ম্যাচে কোনওরকম লড়াই দিতে পারেনি শ্রীলঙ্কা। সহজেই এবারের বিশ্বকাপে তাদের তৃতীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।