ওডিআই বিশ্বকাপের ম়্চে শেষ তিন ম্যাচেই জিতে ছন্দে ফিরেছে অস্ট্রেলিয়া। শনিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছে অজি বাহিনী। সেখানেই বিশ্বকাপের মঞ্চে প্রথমবার নেমেছিলেন ট্রেভিস হেড। বিশ্বকাপের ম়্চে কেরিয়ারের প্রথম ম্যাচেই ইতিহাস তৈরি করলেন তিনি। বিশ্বকাপের অভিষেক ম্যাচে সেঞ্চুরী দিয়েই যাত্রা শুরু করলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই গড়লেন দ্রুততম সেঞ্চুরী করার রেকর্ডও। ট্রেভিড হেডের এমমন পারফরম্যান্সের আপ্লুত সকলে। কার্যত নিউ জিল্যান্ডের বোলিং লাইনআপকে একাই শেষ করে দিলেন এই তারকা ক্রিকেটার।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই বিশ্বকাপে অভিষেক হয়েছে ট্রেভিস হেডের। সেই ম্যাচেই ৬৭ বলে ১০৯ রানের দুর্ধর্, ইনিংস খেলে যাত্রা শুরু করলেন েই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ডেভিড ওয়ার্নারও। এদিন শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন ট্রেভিস হেড। তাঁর ব্যাট থেকে এদিন সুধুই ছিল চার ও ছয়ের বন্যা। আর তাতেই কিউই বোলিং লাইনআপ বিধ্বস্ত। চোট সারিয়ে েই ্মযাচ দিয়েই িবশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। বিশ্বকাপের ম়্চে নেমেই নিজের দক্ষতার পরিচয় দিলেন এই তারকা ক্রিকেটার।
৬৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন ট্রেভিস হেড
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই এবার হাতে চোট পেয়েছিলেন ট্করেভিস হেড। আর তাতেই সেই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। একই কারণে বিশ্বকাপের মঞ্চেও প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি এই তারকা ক্রিকেটার। আর সেটাই যে অস্ট্রেলিয়া শিবিরের চিন্তাটা বেশ খানিকটা বাড়িয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। গত সপ্তাহেই চোট সারিয়ে অস্ট্রেলিয়ার শিবিরে যোগ দিয়েছিলেন ট্রেভিস হেড। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেই কার্য়ত সকলকে চমকে দিলেন এই তারকা ক্রিকেটার। প্রথম ম্যাচেই সেঞ্চুরী দিয়ে যাত্রা শুরু করলেন তিনি।
ডেভিড ওয়ার্নারের সঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন তারা। দুই তরফ থেকেই এদিন ছিল রানের ঝড়। পেনিং জুটিতেই ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১৭৫ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই বিশ্বকাপের অভিষেক ম্যাচে দ্রুততম সেঞ্চুরী করার রেকর্ডও গড়েছেন ট্রেভিস হেড। এদিন দ্রুততম অর্ধশতরান করারও রেকর্ড গড়েছেন তিনি। তাঁর এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে।
এদিন ৫৯ বলে সেঞ্চুরী করেছিলেন ট্রেভিস হেড। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনি যখন থেমেছিলেন সেই সময় অস্ট্রেলিয়ার রান ১৭৫। ট্রেভিস হেডের রান চিল ৬৭ বলে ১০৯। তাঁর গোটা ইনিংসটা সাজানো রয়েছে ১০টি চার ও ৭টি ছয় দিয়ে। তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৬২.৬৯।