বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরীর মালিক গ্লেন ম্যাক্সওয়েল, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

অক্টো. 25, 2023

No tags for this post.
Spread the love
Glenn Maxwell. ( Image Source: Twitter)

নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিধ্বংসী  গ্লেন ম্যাক্সওয়েল। ডেভিড ওয়ার্নার শুরুটা করে দিয়ে গেলেও, এদিন দিল্লিতে ম্যাডম্যাক্স ঝড়েই উড়ে গেল নেদারল্যান্ডস। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরীর রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। সেইসঙ্গেই তাঁর হাত ধরেই ডাচদের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া।  পরপর দুই ম্যাচ জেতার পর অস্ট্রেলিয়ার সামনে এবার ছিল নেদারল্যান্ডস। ধারেভারে এগিয়ে থেকেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানেই জোড়া সেঞ্চুরী এল অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটারের ব্যাট থেকে। ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে এল সেঞ্চুরীর ঝলক।। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবারের এবারের বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সেঞ্চুরী করে ফেললেন ডেভিড ওয়ার্নমার। একইসঙ্গে কার্যত অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচ জয়েরক রাস্তাটাও তৈরি করে দিলেন তিনি।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুরু থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তবে ঝড় ওঠা বাকি ছিল তারও বেশ কিছুক্ষণ পর। ছয় নম্বরে ব্যাটিং এসেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ডাচ বোলিং লাইনআপকে কার্যত একাই এদিন শেষ করে দিয়েছেন তিনি।  সেই পারফরম্যান্সের সৌজন্যেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়তে পারল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাটিং করে রান করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রানরেট রেখে জেতাই যে অস্ট্রেলিয়ার প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯৯ রান করেছে অস্ট্রেলিয়া।

৪০ বলে সেঞ্চুরী করে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

শুরুটা এদিন করে দিয়ে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আর শেষটা করলেন আরেক তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। কার্যত তাদের দাপচের সামনে দাঁড়াতেই পারলেন না নেদারল্যান্ডসের বোলাররা।  অস্ট্রেলিয়ার হয়ে এদিন ছয় নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই পরিস্থিতি থেকেই ম্যাডম্যাক্স শো শুরু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর তাতেই আপ্লুত সকলে। তাঁর ব্যাট থেকে ছিল এদিন সুধুই চার ও ছয়ের বন্যা। আর তাতেই খরকুটোর মতো উড়ে গিয়েছিলেন নেদারল্যান্ডসের বোলাররা।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ডেভিড ওয়ার্নার। মিচটেল মার্স এদিনও ব্যর্থ হলেও স্টিভ স্মিথকে নিয়ে রানের ভিতটা মজবুত করে ফেলেছিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে এদিন দুরন্ত সেঞ্চুরী ইনিংস খেলেছেন তিনি। ডেভিড ওয়ার্নার যখন সাজঘরে ফেরেন সেই সময় অস্ট্রেলিয়ার রান ২৬৭। ১০৪ রানেই থেমেছিল ওয়ার্নারের ইনিংস। সেই পরিস্থিতি থেকেই সুরু হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়। আর তাতেই কার্য।ত বেসামাল হয়ে রড়েছিল নেদারল্যান্ডস।

ওডিঈই বিশব্কাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরীর রেকর্ড গড়েছেন এদিন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ব্যাট তেকে ছিসল চার ও ছয়ের বন্যা। ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার ৪০০ রানের কাছাকাছি পৌঁছে দেওয়ার প্রধান কারিগড়ই ছিলেন এদিন গ্লেন ম্যাক্সওয়েল। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। তাঁর গোটা ইনিিংস জুড়ে রয়েছে ৯টি চার ও ৮টি ছয়। এই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের স্চ্রাইকরেট ২৪০.৯১।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8