মুলতানের ফাঁকা গ্যালারীর সামনে এশিয়া কাপের সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়ায় শুরু ট্রোল

আগস্ট 30, 2023

No tags for this post.
Spread the love
Multhan Stadium. ( Image Source: Disney+Hotstar )

এশিয়া কাপের সূচী ঘোষণার পর থেকেই প্রতিযোগিতা ঘিরে চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদটা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই ঘরের মাঠে নেপালের বিরুদ্ধে নেমেছে পাকিস্তান। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসেছে। কিন্তু এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের শুরুর সঙ্গেই সোশ্যাল মিডিয়া জুড়ে আরম্ভ হয়ে গিয়েছে নানান ট্রোল। সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে মুলতানের গ্যলারীও সম্পূর্ণ ফাঁকা। আর তাতেই নেটিজেনদের ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে।

যেকোনও আন্তর্জাতকিক প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ ঘিরে সকলেরই উন্মাদনা তুঙ্গে থাকে। বিশ্বকাপ থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় জাঁকজমকপূর্ণ একটা উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু এবারের এশিয়াকাপের উদ্বোধনী অনুষ্ঠান যে  কোনও ক্রিকেট সমর্থকেরই মন ভরাতে পারেনি তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে মুলতান স্টেডিয়ামের গ্যলারীও হতাশ করেছে ক্রিকেট সমর্থকদের। ঘরের মাঠে পাকিস্তান খেলতে নামলেও গোটা গ্যালারীই ছিল দর্শকশূন্য। খুবই বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় কিছু কিছু দর্শককদেরই দেখা গিয়েছে মাঠে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

নেটিজেনরা যে এমন সুযোগকে একেবারেই হাতচাড়া করকবেন তা বলাই বাহুল্য। এসিয়া কাপের মতো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কোনওরকম জাঁকজমকই চোখে পড়ল না এদিন। নেপালের সঙ্গীকত শিল্পির গান দিয়েই শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। এরপরই ছিলেন এসিয়া কাপের মঞ্চে উঠেছিলেন পাকিস্তানেরক গায়িকা আইমা বেগ। কিন্তু এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান একেবারেই নজর কাড়তে পারেনি। অত্যন্ত সাদামাঠা অনুষ্ঠান দিয়েই আরম্ভ হয়েছে এবারের এশিয়া কাপ। আর সেই অনুষ্ঠান দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু নানান ট্রোল।

সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মুলতানের স্টেডিয়ামের গ্যালারীও নজর কেড়েছে সকলের। শোনাযাাচ্ছিল কানায় কানায় ভর্তি থাকতে পারে গ্যালারী। কিন্তু এদিন একেবারেই তার উন্টো ঘটনা ঘটেছে। গ্যালারী বেশীরভাগ অংশই ছিল ফাঁকা। সেই নিয়ে সোশ্যাল মি্ডিয়া জুড়ে জোরদার ট্রোল চলছে। কোনও কোনও নেটিজেনরা তো ঠাট্টা করে লিখেছেন যে তাদের স্কুল প্রতিযোগিতাতেও নাকি এর চেয়ে বেশী দর্শকের অনুপস্থিতিত দেখা যায়। পাকিস্তান ঘরের মাঠে এশিয়াকাপের প্রথম ম্যাচে নামলেও দর্শকরা কিন্তু গ্যালারী মুখো হয়নি।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। ধারেভারে নেপালের থেকে এনেকটাই এগিয়ে নেমেছে পাক বাহিনী। এবারই প্রথমবার এশিয়া কাপের মঞ্চে নেমেছে নেপাল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8