রবিচন্দ্রন অশ্বিন ও যশস্বী জয়সওয়ালের হাত ধরকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ফ্রন্টফুটে ভারতীয় দল। কার্যত ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে প্রথম দিন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিতন্দ্রন অশ্বিন। তাঁর দাপটের সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। আর তাতেই আপ্লুত সকলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে এই রবিচন্দ্রন অশ্বিননকে ভারতীয় দলে না রেখেই প্রতম একাদশ ঠিক করা হয়েছিল। সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল সেটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেই বোধহয় বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
আসন্ন বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই যাত্রা শুরু করেছে। প্রথম দিন থেকেই ম্যাচের রাশ কার্যত ভারতীয় দলের দখলে। আর সেই কাজের নেপথ্য কারিগড় যে রবিচন্দ্রন অশ্বিন তা বলার অপেক্ষা রাখে না। ওয়েসল্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর দাপুটে বোলিং পারফরম্যান্সই ক্যারিবিয়ান ব্রিগেডকে তাদের ঘরের মাটে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে। প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজকে দুটো সেশনের বেশী খেলতেই দিল না ভারতীয় দল।
টেস্টের মঞ্চে ৩৩ বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক প্রখথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ছেকেই মাঠে ছিল রবিচন্দ্রন অশ্বিনের দাপট। ওপেনিং জুটি ভাঙা থেকে ওয়েস্ট ইন্ড্জের মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়া। সমস্তটা কার্যত একা হাতেই করলেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রেগ ব্রেথওয়েটের উইকেট নিয়ে যাত্রাটা শুরু করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর একে একে তারকা ক্যারিবিয়ান ক্রিকেটারদের সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন তিনি। তেজনারায়ন চন্দ্রপাল, অ্যালিক আথনাজে, আলজারি জোসেফ, কেমার রোচ এবং জোমেল ওয়ারিকানদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
প্রথম ইনিংসে একাই পীঁচ উইকেট তুলে নিয়ে ভারতীয় দলকে যে জয়ের রাস্তায় অনেকটাই এগিয়ে দিুয়েছেন রবিচন্দ্রন অশ্বিন তা বলার অপেক্ষা রাখে না। মাত্র ৬০ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন পাঁচ উইকেট। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজকেও থামতে হয় মাত্র ১৫০ রানে। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলও শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন।
এই ম্যাচেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। এই ম্য়াচে টেস্ট অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। তাঁর দিকেই যে সকলের নজর ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম দিন বেশ ভাল পারফরম্যান্সই দেখালেন তিনি। প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের রান বিনা উইকেটে ৮০। ৪০ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল।