বৃষ্টি বিঘ্নিত পাল্লেকেলেতে রোহিত ঝড়। আর তাতেই কার্যত খরকুটোর মতো উড়েগেল নেপাল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে উড়িয়ে সুপার ফোরে নিেজেদের জায়গা পাকা করে পেলল ভারতীয় দল। সেইসঙ্গেই ফের একরবার ভারত বনাম পাকিস্তান লড়াই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে বৃষ্টির জন্য ড্র। দ্বিতীয় ম্যাচেও ছিল বৃষ্টির ভ্রুকুটি। সেই ম্যাচেই জ্বলে উঠলেন রোহিত শর্মা।সঙ্গে যোগ্য সঙ্গত শুভমন গিলের। মাঠে চলল ছয় ও চারের বন্যা। মাঠে নেপালের ক্রিকেটাররা তখন নেহাতই দর্শকের ভূমিকায়।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা এবং শুভমন গিল দুজনেই। তাদের নিয়ে কথাবার্তাও শুরু হয়েছিল। সসেই জবাবটাই এদিন নেপালের বিরুদ্ধে খানিকটা দিলেন রোহিত শর্মা এবং শুভমন গিল। নেপালের বিরুদ্ধে শুরু থেকেই আক্রকমণাত্মক মেজাজে ছিলেন শুভমন গিল। এরপর ধীরে ধীরে শুরু হয় দ্য হিটম্যান শো। এরপর নেপালের আর কিছুই করার ছিল না। রোহিত শর্মার ৭৪ রানের ইনিংস জুড়ে ছিল পাঁচটি ছয় ও ছটি বাউন্ডারি। ভারতের একটিও উইকেট তুলতে পারেননি নেপালের বোলাররা। জোড়া অর্ধশতরানের ইনিংস রোহিত শর্মা ও শুভমন গিলের।
৭৪ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা, শুভমন গিলের রান ৬৭
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু দিকেই নেপালের পরপর উইকেট তুলে নেওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে। কিন্তু তা হয়নি। শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি এবং ঈশান কিষাণেদের পরপর ক্যাচ মিসের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নেপালের ব্যাটাররা। এদিনই ভারতের বিরুদ্ধে প্রথম নেপালী ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করেছিলেন আসিফ শেখ। আর তাঁর হাত ধরেই দেড়শো রানের কাছে পৌঁছে গিয়েছিল নেপাল। যদিও ভারতীয় বোলাররা পরিস্থি্তি সামাল ভালভাবেই দিয়েছিল।
রবীন্দ্র জাদেজা দ্রুত কতিন উইকেট তুলে নিয়েনেপালের মিডল অর্ডারকে ভেঙে দিয়েছিলেন। তিন উইকেট তুলে নিয়েচিলেন এদিন মহম্মদ সিরাজও। ২৩০ রানেই শেষ হয়ে গিয়েছিল নেপাল। ভারতের সামনে ওডি্আই ফর্ম্যাটে যে এই রান খুব একটা বড় নয় তা বলাই বাহুল্য। জবাবে ব্যাটিং করতে নেমে প্রকথম ওভারকটা রোহিত শর্মা খুব একটা ভাল খেলেননি। দ্বিতীয় ওভার থেকেই শুরু শুভমন গিলের আক্রমণাত্মক ইনিংস। কিন্তু কিছুক্ষণ পরই বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ। প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় ম্যাচ। ডাকওয়ার্থ লুইসে ভারতের প্রয়োজন তখন ২৩ ওভারে ১৪৫ রান।
সেই থেকে মাঠে শুরু দ্য হিটম্যান শো। নেপালের বোলারদের বিরুদ্ধে ভয়ঙ্কর পারফম্যান্স দেখানো শুরু করেন রোহিত শর্মা। তাঁর ব্যাটে ছিল সুধুই চার ও ছয়ের বন্যা। গোটা ম্যাচে একাই হাঁকিয়েছেন ৫টি ওভার বাউন্ডারি। বাউন্ডারিও হাঁকিয়েছেন ৬টি। সঙ্গে ৬৭ রানের যোগ্য সঙ্গত শুভমন গিলেরও।