জল্পনাটা চলছিলই, অবশেষে সেটাই হল। পাকিস্তানের বিরুদ্ধেই ভারতীয় দলের প্রথম একাদশে পিরলেন লোকেশ রাহুল। কার জায়গায় তাঁকে খেলানো হবে তা নিয়েই একটা বিরাট গুঞ্জন সুরু হয়েছিল। রবিবার টস হওয়ার পর থেকেই ভারতীয় দলের প্রথম একাদশ দেখার অপেক্ষায় চিলেন সকলে।সেখানেই প্রথখম একাদশের দুটো পরিবর্তন ঘোষণা করে দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শ্রেয়স আইয়ারের পরিবর্তেই ভারতীয় দলের প্রথম একাদশে ফিরলেন লোকেশ রাহুল। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।
এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও চোটের জন্যভারতীয় দলের হয়ে প্রতম দুটো ম্যাচে খেলতে পারেননি লোকে্শ রাহুল। তাঁকে বাদ রেখেই প্রথখম একাদশ ঘোষণা করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলের চার নম্বর পজিশনে শ্রেয়স আইয়ারকেই প্রথম দুই ম্য়াচে রাখা হয়েছিল। তবে সুপার ফোরের আগেই ভারতীয় দলে ফিরেছিলেন লোকেশ রাহুল। কিন্তু কোন জায়গায় এই তারকা ক্রিকেটারকে খেলানো হবে সেটা নিয়েই চলছিল নানান আলোচনা। শেষপর্যন্ত শ্রেয়স আইয়ারের পরিবর্তেই লোকেশ রাহুলকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় দলের তরফে। এই সিদ্ধান্ত নিয়ে যে প্রশ্ন উঠতে শুরু করবে তা বলাই বাহুল্য।
সুপার ফোরের আগেই চোট সারিয়ে ফিরেছিলেন লোকেশ রাহুল
আইপি্এলের সময়ই চোট পেয়ে মাঠের বাইরে তলে গিয়েছিলেন লোকেশ রাহুল। সেই থেকেই ভারতীয় দলের হয়ে কোনও প্রতিযোগিতায় দেখা যায়নি লোকেশ রাহুলকে। বিশ্ব টেস্ট চ্যাাম্পিয়নশিপ ফাইনাল থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি লোকেশ রাহুলকে। তবে এশিয়া কাপের আগেই সুস্থ হয়ে উঠেছিলেন লোকেশ রাহুল। এশিয়া কাপের দলে ফিরলেও তাঁর হাল্কা চোট থাকার কথাজানিয়েছিলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। এরপরই এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
তাঁর জায়গায় ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ। সেইসঙ্গে সেই ম্যাচের চার নম্বর পজিশনে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। পাকিস্তানের বিরুদ্ধে বড় রান করতে না পারলেও তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝলক সকলকেই মুগ্ধ করেছিল। লোকেশ রাহুল ফেরার পর থেকেই সেই শ্রেয়স আইয়ারের জায়গা নিয়েই কথাবার্তা শুরু হয়েছিল। প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের অনেকে অবশ্য শ্রেয়স আইয়ারকে খেলানোরই বার্তা দিয়েছিল।
কিন্তু শেষপর্যন্ত সেই লোকেশ রাহুলকেই ভারতীয় দলের প্রথম একাদশে ফেরানো হয়েছে। কোমড়ে চোট রয়েছে বলেই শ্রেয়স আইয়ারকে এই ম্যাচে রাখা হয়নি বলে জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম।