ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া। ঘরের মাঠে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট খেলতে নেমেছিল তারা। সেখানেই ৮ উইকেটে জয় তুলে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই বিধ্বংসী ফর্মে ছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। শেষদিন ভারতের জয়ের জন্য় প্রয়োজন ছিল ৭৫ রান । স্মৃতি মন্ধনার হাত ধরে সেই লক্ষ্যে সহজেই পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনী। ভারতীয় দলের এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে।
প্রথম ইনিংস থেকেই এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০০ রানের গন্ডী পার করে দিয়েছিল ভারতীয় দল। সেখানেই ভারতের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন দীপ্তি শর্মা এবং স্মৃতি মন্ধনা। দুজনের ব্যাটেই এসেছিল বড় রানের ঝলক। সেইসঙ্গেই কার্যত অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে বড় রানের রাস্তাটা প্রশস্ত করে ফেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনী।
দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্নেহ রানা
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া লড়াই করার চেষ্টা করলেও ভারতীয় বোলারদের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনিি তারা। সেখানে স্নহ রানার দুর্ধর্ষ। বোলিং পারফরম্যান্স কার্যত শেষ করে দিয়েছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপকে। আর তাতেই কার্যত অস্ট্রেলিয়ার ভারতের বিরুদ্ধে বড় রানের আশাটা শেষ হয়ে গিয়েছিল। সেই মঞ্চে একাই এদিন ৪ উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় মহিলা দলের েই তারকা ক্রিকেটার স্নেহ রানা। অস্ট্রেলিয়ারও দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৬১ রানে। ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে মাত্র ৭৪ রানেরই লিড নিতে পেরেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল।
সেই সময় থেকেই জয়টা ছিল ভারতীয় মহিলা দলের কাছে শুধু সময়ের অপেক্ষা। যদিও এই ইনিংসেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতেই দুটো উইকেট খুইয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু জয় তুলে নিতে খুব একটা বেশী অসুবিধা হয়নি। এই ইনিংসেও ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন স্মৃতি মন্ধনা। এদিনও শেষপর্যন্ত মাঠে থেকে ম্যাচ জিতিয়েই ক্রিজ ছেড়েছিলেন এই তারকা ভারতীয় মহিলা ক্রিকেটার।
প্রথম ইনিংসে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন স্মৃতি মন্ধনা। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাটেই ছিল রানের ঝলক। ৩৮ রানে শেষপর্যন্ত অপরাজিত থেকে ভারতকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন ভারতীয় দলের এই তারকা মহিলা ক্রিকেটার। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া বধও সম্পূর্ণ ভারতীয় মহিলা ক্রিকেটারদের।