জল্পনাটা চলছিলই। অবশেষে স্বস্তি। দুই বছর পর ফের মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন হার্দিক পান্ডিয়ার। গত রবিবার পর্যন্ত জোর জল্পনা থাকলেও সরকারীভাবে কোনও ঘোষণা হয়নি। সেখানেই শেষপর্যন্ত সরকারী শিলমোহর দিল গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার সেই কথাই ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ঘদিন ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক পান্ডিয়া। যদিও তিনি অধিনায়ক হবেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। আইপিএলের আগে তেমন কিছু হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে।
আসন্ন আইপিএল শুরু হওয়ার আগে থেকেই হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। রবিবার ছিল রিটেনশন ও রিলিজড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার শেষ দিন। দিনভর সেই নিয়ে নানান কথাবার্তা চললেও গুজরাত টাইটান্স তাদের তালিকা ঘোষণা করেনি। সোমবার সকালেই তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিল গুজরাত টাইটান্স। অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বিদায় জানাল গুজরাত টাইটান্স। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল সাইটে তাঁকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স।
শেষ দুই মরসুম গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া
২০১৫ সালে এই মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই যাত্রা শুরু করেছিলেন। যদিও সেষ দুই মরসুম আইপিএলের গুডরাত টাইটান্স শিবিরে ছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসাবেই গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। মেগা নিলামে হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল গুজরাত টাইটান্স। সেই থেকেই আইপিএলের মঞ্চে নতুন দায়িত্বে সাফল্.য়ের সহ্গে এগিয়ে যেতে চলেছেন তিনি।
২০২২ সালের মেগা নিলামে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানে অধিনায়ক হিসাবেই নেমেছিলেন তিনি। প্রথম মরসুমেই সাফল্য এনে দিয়েছিলেন গুজরাত টাইটান্সকে। তাঁর হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। এবারের আইপিএলেও ফাইনালে পৌঁছেছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স। এখন থেকেই পরবর্তী অধিনায়ক হিসাবে যে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স দলে তুলে নিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে চোটের জন্য দলের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের মাঝেই গোড়ালীতে চোট পেয়ে চিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইপিএল দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি। এই মুহূ্র্তে ভারতীয় দলের সেরা অল রাউন্ডারের তকমা রয়েছে এই তারকা ক্রিকেটারের গায়ে। গুজরাত টাইটান্সের হয়েও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও হার্দিক পান্ডিয়া সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার।