তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯৯ রানে পরাজিত করল ভারত। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সিরিজ নিজেদের নামে করল ভারতীয় দল।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তবে এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধেই গেছে। ভারত শুরুতেই রুতুরাজ গায়কওয়াড়ের উইকেট হারিয়েছিল। এরপর শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ার মিলে ভারতকে একটি খুব ভালো অবস্থানে পৌঁছে দেন। গিল ৬টি চার এবং ৪টি ছয় সহ ৯৭ বলে ১০৪ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। অন্যদিকে, শ্রেয়াস ১১টি চার এবং ৩টি ছয় সহ ৯০ বলে ১০৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। এই দুই প্রতিভাবান ব্যাটারের মধ্যে ২০০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। কেএল রাহুলও একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি ৩৮ বলে ৫২ রান করতে সক্ষম হন।
ইশান কিষান ১৮ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ক্রিজে এসে দুর্ধর্ষ ব্যাটিংয়ের প্রদর্শন করেন সূর্যকুমার যাদব। তিনি ৩৭ বলে অপরাজিত ৭২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার এই ই ইনিংসে ছিল ৬টি চার এবং ৬টি ছয়। রবীন্দ্র জাদেজা ৯ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান করে ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার কোনো বোলারই এই ম্যাচে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। ক্যামেরন গ্রিন ২টি উইকেট শিকার করতে সক্ষম হন। জশ হ্যাজেলউড, শন অ্যাবট এবং অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নেন।
২৮ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস
বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ওভার কমে ৩৩ হয়ে যায়। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সামনে রানের লক্ষ্য ৩১৭-তে গিয়ে দাঁড়ায়। রান তাড়া করতে নেমে শুরুতেই নিজের উইকেট হারান ম্যাথু শর্ট। তিনি ৮ বলে মাত্র ৯ রান করে আউট হন। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৯ বলে ৫৩ রানের একটি দারুণ ইনিংস খেলেন। অধিনায়ক স্টিভ স্মিথ এই ম্যাচে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। মার্নাস ল্যাবুশেন শুরুটা ভালো করেছিলেন, কিন্তু সেটিকে বড় ইনিংসে রূপান্তর করতে পারেননি। তিনি ৩১ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। জশ ইঙ্গলিস ৯ বলে মাত্র ৬ রান করতে সক্ষম হন।
অ্যালেক্স কেরি এবং ক্যামেরন গ্রিনও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। শেষে শন অ্যাবট ৩৬ বলে ৫৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। জশ হ্যাজেলউড ১৬ বলে ২৩ রান করেন। ২৮.২ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ৭ ওভারে ৪১ রান এবং ৫.২ ওভারে ৪২ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন। প্রসিদ্ধ কৃষ্ণ ২টি উইকেট নেন। মহম্মদ শামি ১টি উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শ্রেয়াস আইয়ার।