পাকিস্তান শুরুটা ভালভাবে করলেও ফের একবার তাদের বিরুদ্ধে দ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ। আর তাতেই কার্যত শেষ পাকিস্তান। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে এই ম্যাচের সেরা বোলিং পারফরম্যান্সটা দেখা গেল জসপ্রীত বুমরার হাত থেক। আর তাতেই যে পাকিস্তান ব্যাটিং লাইনআপে ধস নামল তা বলার অপেক্ষা রাখে না। জসপ্রীত বুমরার দুরন্ত স্লোয়ারের সামনে কার্যকত বোকা বনেই মাঠ ছাড়তে হল মহম্মদ রিজওয়ানকে। আর জসপ্রীত বুমরার পারফরম্যন্সের সেই ছবি কার্যত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
এদিন টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলেরর অধিনায়ক রোহিত শর্মা। আর সেই সিদ্ধান্ত নিয়েই নৃনানান গুঞ্জনও চলছিল। সেখানে পাকিস্তানের দুই উইকেট তাড়াতাড়ি তুলতে পারলেও, সেই জায়গা থেকেই এদিন ভারতের বিরুদ্ধে একটা বড় পার্টনারশিপ গড়ার লক্ষ্যে এগোনো শুরু করেছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই পার্টনারসিপই হারিয়েছিল ভারতীয় দলকে। এদিনও সেই কাজটাই শুরু করেছিলেন দুই তারকা ব্যাটার।
৭ ওভারে ১৯ রান দিয়ে এদিন ২ উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ
একটা সময় বাবর আজম ও মহম্মদ রিজওয়ান যেভাবে খেলছিলেন একটা সময় মনে হচ্ছিল যে ভারতীয় দলের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলতে চলেছে তারা। এরপরই সেখানে অর্ধশতরান করেন বাবর আজম। চিন্তাটা যে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই বাবর আজমকে প্রথমে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। এরপরই মাঠে শুরু জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবের ম্যাজিক। কার্যত পাকিস্তানের মিডল অর্ডারকে ধসিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ একাই। মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে তাঁর বোলিং নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ পড়ে গিয়েছে।
বাবর আজম ফিরে গেলেও মহম্মদ রিজওয়ান তখনও ক্রিজে ছিলেন। তিনি যতক্ষণ রয়েছেন ভারতীয় দল যে একেবারেই স্বস্তিতে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই এদিনের ম্যাচের অন্যতম সেরা বোলিংটা দেখা গেল জসপ্রীত বুমরার হাত থেকে। তাঁর অসাধারণ স্লোয়ার ডেলিভারি মহম্মদ রিজওয়ান বুঝতেই পারলেন না। সেখানেই ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হল এই তারকা ক্রিকেটারকে।
কিছুক্ষণের মধ্যে ফের একবার গ্যালারীতে উল্লাসের ঢল নামালেন জসপ্রীত বুমরাহ। শাদাব খানকে সাজঘরে ফিরিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। মাত্র ২ রানেই অল রাউন্ডার শাদাব খান এদিন সাজঘরে ফিরে গিয়েছিলেন। আর সেটাই যে পাকিস্তানের বড় রানের স্বপ্নকে শেষ করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এদিন ম্যাচে ৭ ওভারে ১৯ রান দিয়ে একাই দুই উইকেট তুলে নিয়েছিলেনব জসপ্রীত বুমরাহ।