“তিন কা ড্রিম হ্যায় আপনা” – প্রকাশ্যে ভারতের বিশ্বকাপের জার্সি

সেপ্টে. 20, 2023

Spread the love
India New Jersey. ( Image Source: Twitter )

বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। আগামী ৫ ্ক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেই মঞ্চেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা কোন জার্সি পরে মাঠে নামে সেই নিয়েই সকলের ফন্মাদনা ছিল তুঙ্গে। আইসিসির বিশ্বকাপের থিম সং ঘোষণার দিনই প্রকাশ্যে এল ভারতীয় দলের বিশ্বকাপের জার্সি। তিন কা ড্রিম – বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের জার্সির থিম এবার এটাই। সোশ্যাল মিডিয়ায় সেই জার্সি প্রকাশ্যে আসতেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের আগে ভারতীয় দল কোন জার্সি পরে মাঠে নামে সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। বুধবারই ভারতীয় দলের সেই জার্সিত সকলের সামনে আনল বিসিসিআই ও অ্যাডিডাস। আর সেই জার্সি দেখে যে সকলেই আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না। বিসিসিআইয়ের সেই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গেই তা ভাইরাল হতে খুব একটা বেশী সময় নেয়নি। কয়েকদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।  সেই জার্সির সঙ্গে অবশ্য খুব একটা পরিবর্তন করা হয়নি এবারের বিশ্বকাপের জার্সিতে।

ভারতের নতুন জার্সির লোগোতে তিনের বদলে রয়েছে দুটো স্টার

কয়েকটা জায়গাতেই পরিবর্তন করে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের জার্সি। সেইসঙ্গে প্রকাশ পেয়েছে ভারতের বিশ্বকাপ অভিযানের থিম সংও। এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের জার্সির থিম হয়েছে তিন কা স্বপ্না। ঘরের মাঠে তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই এবার মরিয়া টিম ইন্ডিয়া। সেই স্বপ্নের প্রতিফলনই এবার ভারতীয় দলের জার্সিতে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই ভারতীয় দলের বিশ্বকাপের নতুন জার্সি নিয়ে হৈচৈ।

১৯৮৩ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর প্রায় ২৮ বছর পর ফের এঅকবার বিশ্বজয়ের  ট্রফি উঠেছিল ভারতীয় ক্রিকেটারদের হাতে। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। ১২ বছর পর ফের ভারতের মাটিতে বিশ্বকাপের আসর। সেখানেই বিশ্বকাপ টিম ইন্ডিয়া জিততে পারে কিনা সেটাই এখন দেখার। এই নতুন বিশ্বকাপের জার্সিতে কয়েকটা জায়গাতেই পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপের জার্সির লোগোতে তিনটি নয় এবার দুটো স্টার নিয়েই মাঠেে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মারা।

এতদিন ভারতীয় দলের জার্সির লোগোতে তিনটি স্টার দেখা যেত। যেহেতু ভারতীয় দল দুটো ওডিআই বিশ্বকাপ জিতেছে সেজন্য দুটো স্টারই ব্যবহার করা হয়েছিল। সেইসঙ্গে জার্সিতে কাঁধের কাছে যে স্ট্রাইপ ছিল, তার রংও পরিবর্তন করা হয়েছিল। সেখানে সাদা স্ট্রাইপ ব্যবহার করা হয়েছিল প্রথমে। সেখানেই এই নতুন জার্সিতে দেখা যাচ্ছে ভারতীয় পতাকার গেরুয়া, সাদা ও সবুজ রং। নতুন জার্সি নিয়ে কার্যত হৈচৈ সোশ্যাল মিডিয়াতে।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador