ছয় বছর পর ফের কলকাতা নাইট রাইডার্স শিবিরে প্রত্যাবর্তন গৌতম গম্ভীরের। আগামী মরসুমের আইপিএলে নাইট রাইডার্স শিবিরের মেন্টরের দায়িত্ব পেলেন গৌতম গম্ভীর। এই খবর যে নাইট শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। আবারও একবারক গৌতম গম্ভীরের হাত ধরে নাইট রাইডার্স আইপিএলের চ্যাম্পিয়নের স্বাদ পায় কিনা সেটা তো সময়ই বলবে। অধিনায়ক হিসাবে নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর। এবারের সেই গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টের ভূমিকায়।
২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের ভূমিকায় ছিলেন গৌতম গম্ভীর। তাঁর হাত ধরেই আইপিএলের মঞ্চে সর্বোচ্চ সাফল্য পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, সব মিলিয়ে পাঁচবার আইপিএলের প্লেঅফে জায়গা করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গতবার আইপিএলে ব্যর্থ হওয়ার পর থেকেই গোতম গম্ভীরের নাইট রাইডার্সে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেটাই সত্যি হল। ফের একবার নাইট শিবরে প্রত্যাবর্তন হল কলকাতা নাইট রাইডার্সের।
গৌতম গম্ভীরের নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স
শেষ দুই মরসুম লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। ২০২২ এবং ২০২৩ সালে দুবারই আইপিএলের মঞ্চে প্লেঅফে নিজেদের জায়গা পাকা করেছিল লখনউ সুপার জায়ান্টস। ক্রিকটার হিসাবে যেমন সাফল্য পেয়েছেন গৌতম গম্ভীর। তেমনই মেন্টরের দায়িত্বেও সাফল্যে সঙ্গেই পথ চলা শুরু করেছঠেন গৌতম গম্ভীর। অবশেষে ফের একবার কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব পেলেন তিনি। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্থ পন্ডিত। তাঁর পাশে এবার বসবেন গৌতম গম্ভীর। তাদের দুজনের হাত ধরে কেকেআর ফের একবার সাফল্য়ের রাস্তায় হাঁটতে পারে কিনা সেটাই দেখার।
কেকেআরে প্রত্যাবর্তন নিয়ে গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমি কখনোই একজন আবেগতাড়িত মানুষ নই। কিন্তু এই পরিস্থিতিটা সবসময়ই আলাদা। যেখানে সবকিছু শুরু হয়েছিল, আবারও সেই জায়গাতেই প্রত্যাবর্তন হল। আবারও একবার পার্পল ও গোল্ড জার্সিতে ফিরতে পারার আনন্দে আমার মনের ভিতর উত্তেজনা হচ্ছে। আমি শুধুমাত্র কলকাত নাইট রাইডার্সে ফিরছি না, আমি ফিরছি সিটি অব জয়-এ। আমি ফিরেছি, আমি ক্ষুধার্ত রয়েছি এবং আমি নম্বর ২৩”।
শেষ দুই মরসুমে আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্স খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। একের পর এক খারাপ পারফরম্যান্স দেখিয়েই আইপিএলের লিগ পর্ব থেকে ছিটকে গিয়েছিল কলকাতার নাইট বাহিনী। এবারের ব্যর্থতার পর থেকেই তাদের নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এখন থেকেই ঘর গোছানো শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স।