বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিনমাস বাকি রয়েছে। কিন্তু তার আগেই বাংলাদেশ ক্রিকেটে বিরাট শোরগোল পড়ে গিয়েছে। হঠাত্ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা বাংলাদেশের অদিনা.ক তামিম ইকবালের। চট্টোগ্রামে একটি সাংবাদিক সম্মেলন থেকেই দীর্ঘ ১৬ বছরের ক্রিকেট যাত্রায় ইতি টানার কথা ঘোষণা করলেন তিনি। যদিও বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক তিন মাস আগে কেন এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেই বিষয়ে অবশ্য সেভাবে কিছু জানাননি তিনি। চোখের জলেই শেষপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
এই মুহূর্তে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে বাংলাদেশ। সেখানেই প্রথম ম্যাচে ডাক ওয়ার্থ লুইস নিয়মে আফগানিস্তানেক কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। আগামী ৮ জুলাই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচে নামার ২৪ ঘন্টা আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেও.য়ার কথা ঘোষণা করে দিয়েছেন তিনি। র এই খবরটা যে বাংলাদেশ ক্রিকেটের কাছে এই মুহূর্তে একটা বিরাট ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের হয়ে ওডি্আই ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে তামিম ইকবালের
বিশ্বকাপের মঞ্চে তামিম ইকবাল যে বাংলাদেশের অন্যতম একজন প্রধান শক্তি ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বৃহস্পতিবার হঠাত্ই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। যদিও তাঁর পরিবর্তে বাংলাদেশের ওডিআই ফর্ম্যাটের অধিনায়ক কে হবেন তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশকে নেতৃ্ত্ব দিচ্ছেন সাকিব অল হাসান। সেইসঙ্গে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক লিটন দাস। তাদের মধ্যে থেকেই কেউ এই দায়িত্ব পান কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার সময় নিজেকে সমাল দিতে পারেনি এই তারকা ক্রিকেটার। চোখের জলেই ক্রিকেটকে বিদায় জানাতে হল তামিম ইকবালকে। অবসরের সিদ্ধান্ত ঘোষণা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটা আমার কাছে শেষ। আমি আমার সে্রাটাই দিয়েছি। সেইসঙ্গে আমি সেরাটা দেওয়ার চেষ্টাও করেছি। এই মুহূর্তে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমার দলের সতীর্থ, বিসিবি অফিসিয়ালস, পরিবারের সদস্য এবং বন্ধু সকলকে আমার এই যাত্রায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি”।
২০০৭ সালে বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিম ইকবালের। সেই থেকেই শুরু হয়েছিল যাত্রাটা। ২০২৩ সালের ৬ জুন থামল দীর্ঘ ১৬ বছরের সেই সফর। সেখানেই তামিম ইকবালের ব্যাটে এসেছে ৮৩১৩ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওডিআই রান রয়েছে তাঁর। একইসঙ্গে রয়েছে ১৪টি সেঞ্চুরীও। এছাড়া তাঁর নেতৃত্বে ৩৭টি ওডিআই ম্যাচের মধ্যে ২১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।