পাকিস্তানের বিরুদ্ধে শুভমন গিলের খেলা নিয়ে বিরাট বার্তা রোহিত শর্মার

অক্টো. 13, 2023

No tags for this post.
Spread the love
Rohit Sharma & Shubman Gill. ( Image source bcci/twitter )

ভারতীয় দলের আগে আহমেদাবাদ পৌঁছেছিলেন শুভমন গিল। সেই থেকেই তাঁর খেলা নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। ম্যাচের আগের দিন সেই শুভমন গিলকে নিয়েই বিরাট মন্তব্য করলেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে শুভমন নাকি ৯৯ শতাংশ সুস্থ। আগামীকাল তাঁকে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মার এই মন্তব্য যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে স্বস্তির সংবাদ তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

শনিবার বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে যে এঅই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বে উত্তেজবনার পারদ তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই আরেকটা প্রশ্ন সবচেয়ে বেশী ঘোরাফেরা করছিল। ভারতীয় দলের হয়ে এই ম্যাচে শুভমন গিল নামতে পারবেন কিনা। বিশেষ করে চেন্নাই থেকে আহমেদাবাদ পৌঁছনোর পরই এই জল্পনা প্রশ্ন ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আহমেদাবাদের নেটে নাকি প্রায় ১ ঘন্টা ব্যাটিং প্রস্তুতি সেরেছিলেন শুভমন গিল।

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি শুভমন গিল

শুধু তাই নয় শুক্রবারই ভারতীয় দলের সঙ্গে যোগও দিয়েছেন শুভমন গিল। শেষপর্যন্ত তিনি ভারতীয় দলের  হয়ে মাঠে নামতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। শেনাযাচ্ছে শুক্রবার ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতিও সেরেছেন ভারতীয় দলের এই তুরণ ক্রিকেটার। শোনাযাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে এগদিন নাকি প্রায় ৪৫ মিনিট নেটে সেশন চালিয়েছেন শুভমন গিল। এরপরই রোহিত শর্মার তাঁকে নিয়ে সেই বিশেষ মন্তব্য। শুভমন গিল নাকি ভারতীয় দলের হয়ে নামার জন্য ৯৯ শতাংশ প্রস্তুত রয়েছেন। শনিবার তাঁকে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোহিত শর্মা ম্যাচের আগের দিন জানিয়েছেন, শুভমন গিল ৯৯ শতাংশ প্রস্তুত রয়েছে এই ম্যাচের জন্য। আমরা তাঁকে আগামীকাল দেখে নেব।

ভারত বনাম আফগানিস্তান ম্যাচ চলাকালীনই শুভমন গিল আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর সেই খবর সামনে আসার পর থেকেই তাঁকে নিয়ে চলছিল নানান হিসাব নিকাশ। ভারতীয় দলের ওপেনিংয়ে এই মুহূর্তে অন্যতম প্রধান ভরসা শুভমন গিল। প্রথম দুই ম্যাচে ঈশান কিষাণ খেললেও এখনও পর্যন্ত বড় রান পেতে ব্যর্থ হয়েছেন তিনি।  শুভমন গিল ফিরলে যে ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও খানিকটা বাড়বে তা বলাই বাহুল্য। তিনি সুস্থ হয়ে উলেও মাঠে নামার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা সেটাই জানার অপেক্ষায় রয়েছেন সকলে। সেখানেই রোহিত শর্মার এই বার্তা যে সকলকে খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে তা হলার অপেক্ষা রাখে না।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8