ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ম্যাচেও সেই জের বজায় রাখলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে সেই অশ্বিন ব্যাট হাতেও সফল। বিরাট কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরী ইনিংস ও অশ্বিনের শেষ মুহূর্তের লড়াইয়ের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানেরক পাহাড় গড়ে তুলল ভারতীয় দল। আর তাতেই যে টিম ইন্ডিয়া ফ্রন্টফুটে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার পার্টনরশিপে ভর করে ৩৫০ রানের গন্ডী টপকেছিল ভারতীয় দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বারতের লক্ষ্য ছিল ৪০০ রানের গন্ডী টপকানো। সেই কাজটাই শেষ মুহূর্তে একেবারে নিখুঁতভাবে করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। রবিচন্দ্রন অশ্বিনের সেই ৫৬ রানের ইনিংসে ভর করেই শেষপর্যন্ত ৪৩০ রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। এবার বল হাতেও তিনি নিজের সেরা পর্ম দেখাতে পারেন কিনা সেটাই দেখার।
১২১ রানের ইনিংস খেলেই সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি
দ্বিতীয় দিন বিরাট কোহলির হাত ধরেই রান এগনো শুরু করেছিল ভারতীয় দল। এদিন কেরিয়ারের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে নেমেছিলেন বিরাট কোহলি। মিডল অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও বিরাট কোহলির দক্ষ হাতে ভর করেই বড় রানেপর পথে এগোতে সুরু করেছিল টিম ইন্ডিয়া। কেরিয়ারের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে এদিন সকলে দ্বিশতরানের প্রত্যাশাতেই ছিলেন। যদিও শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। ১২১ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। সেই সময় ভারতীয় দলের রান ছিল ৩৪১।
কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফিরে গিয়ছিলেন রবীন্দ্র জাদেজাও। তিনিও অবশ্য এই ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন। ৬১ রানের ইনিংস খেলেই সাজঘরে ফিরে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই সময় ভারতের রান ছিল ৩৬১। তিনি ফেরার পর থেকেই ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে য়াওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কখনও উনাদকাট তো কখনও ঈশান কিষাণদের নিয়ে নিজের কাজটা চালিয়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানেই শেষপপর্যন্ত অশ্বিনের ৫৬ রানে ভর করে ৪৩০ রানে পৌঁছেছিল ভারতীয় দল।
ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছিল ভারতীয় দল। সেখানেই ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৮৬। একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা।