জল্পনাটা চলছিলই, শেষপর্.ন্ত তেমনটাই হল। ভারতের বিরুদ্ধে চোটের জন্য নামতে পারলেন না বাংলাদেশের অধিনায়তক সাকিব অল হাসান। টিম ইন্ডি্য়ার বিরুদ্ধে কার্যত মরণ বাঁচন ম্যাচে নেমেছে বাংলাদেশ। সেখানেই সাকিব অল হাসান যে বাংলাদেশ শিবিরের অন্যতম প্রধান সদস্য ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পরই ভারতের বিরুদ্ধে তাঁর নামা নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ শিবিরে নেই সাকিব অল হাসান।
সাকিব অল হাসানের পরিবর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই মাঠে নামছে বাংলাদেশ। সাকিবের মতো তারকা ক্রিকেটারের এমন ম্যাচে দলে না থাকাটা যে বাংলাদেশ দলের কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ভারতের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। পায়ের পেশীতে চোট রয়েছে সাকিব অল হাসানের। সেখানেই শেষপর্যন্ত তাঁকে ছাড়াই মাঠে নামতে হল বাংলাদেশ শিবিরকে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন সাকিব অল হাসান
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছিলেন সাকিব অল হাসান। যদিও পরের দুই ম্যাচে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি এই তারকা ক্রিকেটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৫৪ রান দিয়ে মাত্র একটি উইকেটই তুলতে পেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক। সব মিলিয়ে তিন ম্যাচ মিলিয়ে মাত্র পাঁচটি উইকেটই তুলতে পেরেছিলেন সাকিব অল হাসান।
শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়ই পায়ের পেশীতে চোট পেয়েছিলেন সাকিব অল হাসান। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি জারি করা হয়েছে তাঁর চোট নিয়ে। আপাতত চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে সাকিব অল হাসানের না খেলাটা যে খানিকটা হলেও ভারতীয় দলের কাছে একটা বিশেষ অ্যাডভান্টেজ তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে ছাড়া বাংলাদেশ জয়ের সরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় তাকিয়ে রয়েছেন সকলে।
ভারতের বিরুদ্ধে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের এই ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানেই শেষপর্যন্ত ভারতকে হারিয়ে তারা জয়ের রাস্তায় ফিরতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।