টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এশিয়া কাপের মঞ্চ। শাহিন আফ্রিদির বিরুদ্ধে রোহিত শর্মার পারফরম্যান্সের গ্রাফটা একেবারেই বদলালো না। এশিয়া কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেখানে রোহিত শর্মাকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল। কিন্তু শেষরক্ষা হল না। সেোই শাহিন আফ্রিদি কাঁটাতেই আটকে গেলেন রোহিত শর্মা। টি টোয়েন্টির পর ওডিআই ফর্ম্যাটেও শাহিন আফ্রিদির বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। মাত্র ১১ রানেই পাকিস্তানের বি্রুদ্ধে থেমে গেলেন রোহিত শর্মা।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সমস্যার কথাই শোনা যাচ্ছি্ল। এই ম্যাচে রোহিত শর্মারা সেই সমস্যা কাটিয়ে বড় রান পাবেন বলেই আশাবাদী ছিলেন সকলে। কিন্তু হল না। সেই শাহিন আফ্রিদির সামনেই থেমে যেতে হয়েছে রোহিত শর্মাকে। বোল্ড হয়েই সাজঘরের রাস্তায় ফিরতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। আর সেটাই যে টিম ইন্ডিয়ার শিবিরে চাপ তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না।
২২ বলে ১১ রান করেই সাজঘরে ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। শুরুর দিকে শাহিন আফ্রিদির বিরুদ্ধে শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। কিন্তু মাঝে বৃষ্টির জন্য বিরতি। এরপপরই ম্যাচ শুরু হলে শাহিন আফ্রিদি ছিলেন বিধ্বংসী মেজাজে। আর সেখানেই রোহিত শর্মা দাঁডাতে পারেননি পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। বোল্ড হয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। ২২ বল খেলে মাত্র ১১ রানেই সাজঘরে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন এদিন রোহিত শর্মা। আর সেই থেকেই সোশ্যাল মিডিয়া জু়ড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ।রোহিত শর্মাকে নিয়ে ট্রোলও চলছে বিস্তর।
শাহিন আফ্রিদির বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শূন্য রানেই ২০২১ সালে সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত শর্মাকে। ওডিআই ফর্ম্যাটেও শাহিন আফ্রিদির বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। ২০১৮ সালে এশিয়া কাপের মঞ্চে প্রথমবার রোহি্ত শর্মার সাক্ষাত হয়েছিল শাহিন আফ্রিদির সঙ্গে। সেই ম্যাচে ১৮ রানে সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা। এরপর এবারের এশিয়া কাপে নেমেছিল রোহিত শর্মা। সেখানে মাত্র ১১ রানেি সাজঘরে ফিরে গিয়েছেন তিনি।
টস জিতে প্রথমে ব্যাটিং করে বড় রানের স্বপ্ন ছিল রোহিত শর্মার। কিন্তু শাহিন আপ্রিদি কাঁটাতে সব স্বপ্নই কার্যত সেষ হয়ে গেল। সেইসঙ্গেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা।