ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪৫ তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হয়েছে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ রান করতে সক্ষম হল ভারতীয় দল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল মিলে ১০০ রানের একটি ঝোড়ো পার্টনারশিপ করেন। রোহিত ৫৪ বলে ৬১ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ২টি ছয় মারতে সক্ষম হন। অন্যদিকে, গিল ৩টি চার এবং ৪টি ছয় সহ ৩২ বলে ৫১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে ৭১ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে। বিরাট ৫টি চার এবং ১টি ছয় সহ ৫৬ বলে ৫১ রান করে আউট হন।
এরপর ভারতীয় দলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল মিলে ক্রিজে ঝড় তোলেন। তারা দুজনেই শতরান করতে সক্ষম হন। শ্রেয়াস ৯৪ বলে ১২৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ৫টি ছয়। অন্যদিকে, রাহুল ৬৪ বলে ১০২ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি এই ইনিংসে ১১টি চার এবং ৪টি ছয় মারেন। তাদের দুজনের মধ্যে ২০৮ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ওঠে। সূর্যকুমার যাদব ১ বলে ২ রান করে অপরাজিত থাকেন।
ভারতের বিরুদ্ধে ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি নেদারল্যান্ডস
এই ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন বাস ডি লিড। তিনি ১০ ওভারে ৮২ রান দেন এবং ২টি উইকেট শিকার করেন। তিনি রোহিত শর্মা এবং কেএল রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
পল ফান মিকেরেন এবং রোওলফ ফান ডার মারউই যথাক্রমে ১০ ওভারে ৯০ রান এবং ১০ ওভারে ৫৩ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। মিকেরেন শুভমন গিলকে আউট করেন। মারউই বিরাট কোহলির উইকেট নিতে সক্ষম হন। এই তিনজন বাদে নেদারল্যান্ডসের আর কোনো বোলার উইকেট পাননি।