এশিয়া কাপের প্রথম ম্যাচে হয়ত বিরাট কোহলির রানের ঝড় দেখা যায়নি। তবে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশী সময় নেননি বিরাট কোহলি। রান মেশিনের পাশাপাশি তাঁকে রেকর্ড মেশিন বলেও ডাকা হয়ে থাকে। কেন তাঁকে রেকর্ড মেশিন বলা হয়েথাকে সেটাই ফের একবার বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে এক নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটের মঞ্চে দ্রুততম ক্রিকেটার হিসাবে ১৩ হাজার রানের মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি। সময় নিলেন মাত্র ২৭৭ ইনিংস।
পাকিস্তানের বিরুদ্ধে বরবারই বিধ্বংসী ফর্মে থাকেন বিরাট কোহলি। এদিন এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চেও তার অন্যথা হল না।কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ানে ফের একবার উঠল বিরাট ঝড়। আর তাতেই কার্যত উড়ে গেল পাকিস্তানের তারকা পেস লাইনঈআপ। শাহিন আফ্রিদি থেকে শাদাব খান, কোনও তারকা বোলারই এদিন বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সামনে কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। সেখানেই বিরাট কোহলির ব্যাট থেকে এল আরও একটা সেঞ্চুরী ইনিংস।
২৭৭ ইনিংসেই ১৩ হাজার রানের মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিন সম্পূর্ণ খেলা হয়নি। সেই সময় বিরাট কোহলি ৮ লরানে দাঁড়িয়ে ছিলেন। সোমবার রিজার্ভ ডে। সেই জায়গা থেকেই শুরু হয়েছিল এদিনের ম্যাচ। সেখানে বিরাট কোহলি প্রথমের দিকে খানিকটা ধীর গতিতে খেলা শুরু করেছিলেন। কিন্তু সময়এগনোর সঙ্গে সঙ্গে বিরাট কোহলিও ক্রকমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকেন। আর তাতেই বিরাট কোহলির মুকুটে ওঠে নয়া পালক। ৯৮ রান সম্পূর্ণ করার সঙ্গেই কেরিয়ারের অন্যতম রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। দ্রুততম ১৩ হাজার ওডি্আই রান করলেন তিনি। সেইসঙ্গেই বিরাট কোহলির ব্যাটে এদিন এল তাঁর ৪৭ তম ওডিআই সেঞ্চুরী।
সচিন তেন্ডুলকরের থেকে এখন আর মাত্র ২ টো সেঞ্চুরী পিছিয়ে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সময়যক এগিয়েছিল বিরাট কোহলিও ছিলেন ততই ভয়ঙ্কর। ১২২ রানে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল চার ও ছয়ের বন্যা। ১২২ রানের ইনিংস জুড়ে রয়েছে ৯টি চার ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে।
শুধুমাত্র একটি রেকর্ড নয়, প্রেমদাসা স্টেডিয়ামে এদিন বিরাট কোহলির মুকুটে উঠেছে একাধিক পালক। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তা ঢল নেমেছে।