সচিন তেন্ডুলকরের সামনেই তাঁর কেকর্ড ভাঙার সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। সেই লক্ষ্যে বিরাট কোহলি হাঁটা শুরু করলেও শেষরক্ষা হল না। ওডিআই ক্রিকেটের ৪৯ তম সেঞ্চুরীর অপেক্ষাটা আরও খানিকটা দীর্ঘ হল বিরাট কোহলির। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানেও ব্যাট হাতে বড় রানের ইনিংস খেললেন বিরাট কোহলি। কিন্তু আফসোস শুধু একাটাই। মাত্র ১২ রানের জন্য় ফের একটা সেঞ্চুরী হাতছাড়া হল তাঁর। বিরাট কোহলির আউটে যে তাঁর অসংখ্য ভক্তেরও মনে ভেঙে গিয়েছে্ তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে ৪৮টি সেঞ্চুরী করে সচিন তেন্ডুলকরের সঙ্গে এক আসনে রয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপের মঞ্চেই মাস্টার ব্লাস্টারের সেই রেকর্ড ছুঁয়েছেন তিনি। সেই থেকেই বিরাট কোহলির ৪৯ ও ৫০ তম সেঞ্চুরীর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫ রানের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়েছিল তাঁর। মাঝে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের একবার বিরাট কোহলিকে নিয়ে আশা জাগতে শুরু করেছিল সকলের।
৮৮ রানের ইনিংস খেলেই সাজঘরে ফিরতে হয়েছে বিরাট কোহলিকে
কিন্তু এবারও লক্ষ্য পূরণ হল না প্রাক্তন ভারত অধিনায়কের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলকে কঠিন পরিস্থিতি থেকে দক্ষ হাতে সামাল দিলেন ঠিকই। কিন্তু নিজের মাইলস্টোন গড়তে ব্যর্থই হলেন এই তারকা ক্রিকেটার। এদিন মাঠে উপস্থিত চটিলেন সচটিন তেন্ডুলকর। গোটা ক্রিকেট বিশ্ব এদিন তাকিয়ে ছিল সচিনের সামনে তাঁর রেকর্ড ভাঙতে পারেন কিনা বিরাট কোহল। সেই রাস্তায় এগোতে শুরুও করেছিলেন বিরাট। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। মাত্র ১২ রানের জন্যই সেঞ্চুরী হাতছাড়া হল বিরাটের।
এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। সেখানে শুরুতেই আউট হয়ে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা। চার রানে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। সেই জায়গা থেকেই ভারতীয় দলের রানের গতি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে শুভমন গিলের যোগ্য সঙ্গত। কঠিন পরিস্থিতি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিয়েছিলেন বিরাট কোহলি।
সেইসঙ্গেই তাঁকে ঘিরে চড়তে শুরু করেছিল প্রত্যাশার পারদটা। সময় যত এগিয়েছিল ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। শেষপর্যন্ত ৮৮ রানের ইনিংস খেলেই থামতে হয়েছিল বিরাটকে। গোটা ইনিংসে একটিও ওভার বাউন্ডারি না থাকলেও, বিরাট কোহলির গোটা ইনিংসটা সাজানো ছিল ১১টি বাউন্ডারি দিয়ে। বিরাটের ৪৯ তম সেঞ্চুরী এই বিশ্বকাপের মঞ্চে আসে কিনা সেটাই দেখার।