ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ১৯ তম ম্যাচে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস এবং কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৯.৪ ওভারে ১০ উইকেটে ২৬২ রান তুলতে সক্ষম হল নেদারল্যান্ডস।
এই ম্যাচে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস টসে জেতেন এবং প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি নেদারল্যান্ডস। দুই ওপেনার বিক্রমজিৎ সিং এবং ম্যাক্স ও’ডাউড যথাক্রমে ১৩ বলে ৪ রান এবং ২৭ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কলিন অ্যাকারম্যান শুরুটা ভালো করেছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তিনি ৫টি চার সহ ৩১ বলে ২৯ রান করে নিজের উইকেট হারান। বাস ডি লিড এবং তেজা নিদামানুরুও ব্যাট হাতে ব্যর্থ হন। ডি লিড ২১ বলে মাত্র ৬ রান করে আউট হন। অন্যদিকে, নিদামানুরু ১৬ বলে মাত্র ৯ রান করেন। আগের ম্যাচে একটি দুর্দান্ত ইনিংস খেলার পর এই ম্যাচে ১৬ বলে ১৬ রান করতে সক্ষম হন স্কট এডওয়ার্ডস।
নেদারল্যান্ডস মাত্র ৯১ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং লোগান ফান বিক মিলে নেদারল্যান্ডসের ইনিংসের হাল ধরেন। তাদের মধ্যে ১৩০ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। এঙ্গেলব্রেখট ৮২ বলে ৭০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ১টি ছয় মারেন। ফান বিক ১টি চার এবং ১টি ছয় সহ ৭৫ বলে ৫৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। রোওলফ ফান ডার মারউই এবং পল ফান মিকেরেন যথাক্রমে ৭ বলে ৭ রান এবং ৫ বলে ৪ রান করতে সক্ষম হন। আরিয়ান দত্ত ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।
দিলশান মাদুশঙ্কা এবং কাসুন রাজিথা ৪টি করে উইকেট নেন
দিলশান মাদুশঙ্কা এবং কাসুন রাজিথা যথাক্রমে ৯.৪ ওভারে ৪৯ রান এবং ৯ ওভারে ৫০ রান দিয়ে ৪টি করে উইকেট নেন। মহেশ থিকসানা ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন।
চামিকা করুণারত্নে, দুশান হেমন্ত এবং ধনঞ্জয় দি সিলভা কোনো উইকেট নিতে পারেননি। এই ম্যাচটিতে শেষমেশ কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।