১২ ঘন্টা আগে এই মাঠেই পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। সেখানেই জোড়া সেঞ্চুরী ইনিংস দেখা গিয়েছিল বিরাট কোহলি ও লোকেস রাহুলের ব্যাট থেকে। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে রানের পাহাড় গড়ে তুলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ১২ ঘন্টা পরই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বদলে গিয়েছে সম্পূর্ণ ছবিটা। শ্রীলঙ্কার স্পিনারদের দাপটে কার্যত ধরাশায়ী ভারতীয় গলেরস তারকা ব্যাটিং লাইনআপ। রোহিত শর্মার অর্ধশতরান বাদ দিলে ভারতীয় দলের কোনও ব্যাটারই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি।
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে তাদের ব্যাটিং পারফরম্যান্স যে ভারতীয় অধিনায়কের আত্মবিশ্বাস বাড়িয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। মাঠে নামার পর শুরুর দিকে সবকিছু ঠিকঠাক চলছিলও। কিন্তু দুনিথ ওয়েল্লালাগে বোলিংয়ে আসার পর থেকেই বদলে গিয়েছিল চিত্রটা। সেখানেই শুভমন গিলকে দিয়ে শুরু হয়েছিল দুনিথ ওয়েল্লালাগের দাপট। আর তাতেই কার্যত ভারতীয় ব্যাটাররা ধরাশায়ী হয়েছিল।
দুই স্পিনার মিলে ভারতের ৯ উইকেট তুলে নিয়েছে
পেসাররা নয়, স্পিনারদের সামনে ভারতীয় দলের ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। একদিন তেকে দুনিথ ওয়েল্লালাগে ও অন্যদিকে চরিথ আসালঙ্কার স্পিন। শ্রীলঙ্কার জোড়া ফলাতেই শেষ হয়ে গিয়েছিল তারা। আর সেই থেকেই প্রেমদাসা স্টেডিয়ামের পিচ নিয়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এমন টার্নিং পিচ দেখে হতবাক হয়েছিলেন সকলে। সেই নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। চলছে নানান কথাবার্তাও। এমন পিচ নিয়েও যে চলছে নানান হিসাব নিকাশ। শ্রীলঙ্কার দুই স্পিনার মিলেই এদিন ভারতীয় দলের ৯ উইকেট তুলে নিয়েছে।
https://twitter.com/sri_ashutosh08/status/1701596203971190801
ধারেভারে এদিন শ্রীলঙ্কার থেকে এগিয়ে থেকেই নেমেছিল ভারতীয় দল। রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা বেশ ভালভাবে করেওছিল। ম্যাচের ১১ নম্বর ওভারে বোলিং করতে এসেছি্লেন এই তরুণ ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগে। আর সেই থেকেই তাঁর স্পিনের জাদু শুরু মাঠে। প্রথম ওভারেই শুভমন গিলকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এরপর তাঁর দ্বিতীয় ওভারেই বিরাট কোহলি্কে ফিরিয়ে দেন তিনি। তৃতীয় ওভারে রোহিত শর্মা বোল্ড। তারকাদের তালিকায় নতুন নাম হিসাবে যুক্ত হল দুনিথ ওয়েল্লালাগের নাম। যদিও তাঁর দাপট কমেনি তখনই।
এরপরই লোকেশ রাহুলকেও কিছুক্ষণের মধ্যে প্যাভিলিয়নে ফিরে দেন দুনিথ ওয়েল্লালাগে। দুনিথ ওয়েল্লালাগের পর বোলিংয়ে এসেছি্লেন চরিথ আসালঙ্কা। রবীন্দ্র জাদেজা, ঈশান কিষাণ এবং বুমরাহদের সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এদিন চার উইকেট তুলে নিয়েছিলেন চরিথ আসালঙ্কা।