হরমনপ্রীত কৌরের দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর তাতেই আপ্লুত সকলে। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নেমেছে ভারতীয় মহিলা দল। রবিবার প্রথম ম্যাচে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলেক কার্যত উড়িয়ে দিয়ে য়াত্রা শুরু করল তারা। সেখানেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সার পারফর্মার হরমনপ্রীত কৌর। তাঁর অর্ধশতরকানের সৌজন্যে ৩ ওভার চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড।
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। বাংলাদেশের পাঁচ উইকেটের বেশী তারা তুলতে না পারলেও, পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা এবং শেফালী বর্মাদের হিসাবী বোলিং বাংলাদেশের ব্যাটারদের আক্রমণাত্মক ইনিংস খেলার সুযোগই দেয়নি। সেখানে মাত্র ১১৪ রানেই থামতে বাধ্য হয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। যে রান তুলতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের খুব একটা সমস্যা হয়নি। হাতে সাত উইকেট রেখেই ম্যাচ জিতে নিয়েছেন হরমনপ্রীত কৌররা।
৫৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত কৌর
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মহিলা দলের অধিনাক হরমনপ্রীত কৌর। শুরু থেকেই তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশকে কম রানের মধ্যে বেঁধে তাদের ওপর চাপ তৈরি করা। ভারতীয় মহিলা দলের বোলাররা সেই কাজটা এওকেবারে নিখুঁতভাবেই করেছিলেন। কারোর থেকেই বেশী রান নিতে পারেননি বাংলদেশের ব্যাটাররা। বরং সুরু থেকে বাংলাদেশের ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে শুরু করেছিলেন দীপ্তি শর্মা, অমনজোত কৌর, শেফালী বর্মা এবং পূজা বস্ত্রকাররা। ১১৪ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নিতে খিুব একটা বেশী বেগ পেতে হয়নি ভারতীয় মহিলা দলের। যদিও ওপেনিংয়ে শেফালী বর্মা শুরুতেই ফিরে গিয়েছিলেন। কিন্তু স্মৃতি মন্ধনার ৩৮ রানের ইনিংসটা ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। যদিও সেই সময় ম্যাচ যে পুরোপুরি্ ভারতের দখলে ছিল এমনটা বলা যাবে না। বরং ২১ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে খানিকটা চিন্তার ভাঁজ ভারতীয় ক্রিকেটারদের কপালেও ছিল। সেই পরিস্থিতিতেই স্মৃতি মন্ধনার সঙ্গে হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।
সেখানেই ৩৫ বলে ৫৪ রানের একটা আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন হরমনপ্রীত কৌর। তাঁর ইনিংস জুড়ে রয়েছে ৬টি চার ও ২টি ছয়। সেইসঙ্গে স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কৌরের ৭০ রানের একটা পার্টনারশিপ। সবই ভারতীয় দলকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের।