অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলি জানালেন কেন তিনি ভারতীয় দলের ছবি তুলেছিলেন

জানু. 14, 2024

Spread the love

সিএলআর জেমসের সেই অসামান্য উক্তি, ‘তারা ক্রিকেটের কী বোঝে যারা শুধু ক্রিকেট বোঝে?!’ 

ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ঐতিহাসিক জয়ের সূচনা করেছে। ভারতীয় মহিলা দলকে এই ম্যাচে যথেষ্ট ইতিবাচক খেলা খেলতে দেখা যায়। কিছুক্ষেত্রে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে টিকে থাকতে যথেষ্ট বেগও পেতে হচ্ছিলো। কিছু ক্ষেত্রে দুই দলের প্লেয়ারদের বাগযুদ্ধেও জড়িয়ে পড়তে দেখা যায়। একসময় শনিবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমানপ্রীত কৌরকে বল হাতেও নামতে দেখা যায়। সেখানে তিনি ২উইকেট নিয়ে মুম্বাই ক্রিকেট গ্রাউন্ডে এক অনবদ্য নজির গড়ে ফেলেন। কিন্তু কিছুক্ষেত্রে অতিরিক্ত আগ্রাসন দুপক্ষকেই সমস্যায় ফেলে দেয়। হিলিকে যখন বল করছিলেন হরমনপ্রীত, সেইমুহূর্তে হঠাৎই একটি বল কৌরের হাতে চলে আসে। তিনি সজোরে সেটি আগ্রসনের বসে হিলির দিকে ছুঁড়ে দেন। হিলি সেটি ব্যাট দিয়ে ডিফেন্স করার চেষ্টা করেন। যে বলটি পরবর্তীতে বাউন্ডারি লাইন ক্রস করে ৪ হয়ে যায়। এতেও থেমে থাকেননি ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রিত কৌর। তিনি আম্পায়ারের কাছে ‘অবস্ট্রাকশন অন ফিল্ড’ আউটের আবেদন করে বসেন। যদিও আম্পায়ার অনিল চৌধুরী ও এন জননী সেটি খারিজ করে দেন। পরের বলে সুইপ করার চেষ্টা করলে হরমনপ্রীত কৌর হিলিকে লেগ বিফোরে আউট করতে সক্ষম হন।

তবু খেলার মাঠের প্রতিপক্ষরা মাঠের বাইরে অনেক বেশি স্বতঃস্ফূর্ত আচরণ করেন, এমন ঘটনার বহু নজির রয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দু পক্ষের মধ্যেই উষ্ণ ধন্যবাদ বিনিময়ের পর্ব চলে। ফটোগ্রাফারদের মধ্যে ছবি তোলার জন্য কিছুক্ষেত্রে হুড়োহুড়ি দেখা গেলেও সেখানে অস্ট্রেলিয়া অধিনায়ক হিলি হস্তক্ষেপ করেন। তিনি দৌড়ে গিয়ে একজন ফটোগ্রাফারের ক্যামেরা নিয়ে আসেন।

ভারতীয় দল যখন মিলিতভাবে টেস্ট জয়ের ফটোশুট করছিল, সেই মুহূর্তে হিলি তাঁদের ছবি তুলে দেন।

যদিও পরবর্তীতে প্রেস কনফারেন্সে তিনি সহাস্যে স্বীকার করেন, সেটি তাঁর ক্যামেরা ছিল না। ‘যার ক্যামেরা দিয়ে ছবিটি তুলে দিয়েছিলাম, তিনিও সম্ভবত আমার তোলা ছবি ব্যবহার করতে পারবেন না। কারণ ছবিতে পুরো টিমের ছবিই আসেননি।’

১৯৯৫সালের পরে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলার অভিজ্ঞতা প্রত্যেকটি প্লেয়ারের কাছে অভিনব ও মনে রাখার মতো। সেই ম্যাচে এই আবিস্মরণীয় জয় ও ইতিবাচক ক্রিকেট আগামী ম্যাচগুলোয় ভারতীয় মহিলা দলকে ভরসা যোগাবে।

The post অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলি জানালেন কেন তিনি ভারতীয় দলের ছবি তুলেছিলেন appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador