This content has been archived. It may no longer be relevant
Meg Lanning. (Image Source: Twitter)
মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ম়্চে নামার পরই ইতিহাসের পাতায় নাম তুললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং। টি টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে প্রথম অধিনায়ক হিসাবে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেগ ল্যানিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নেমেছে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। সেখানেই মেগ ল্যানিংয়ের মুকুটে নতুন পালক উঠল। তবে রেকর্ড গড়ার সেই মঞ্চে হড় রান পেতে ব্যর্থই হয়েছেন মেগ ল্যানিং। কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে এক নয়া রেকর্ড গড়েছেন তিনি।
অধিনায়ক হিসাবে এই মুহূর্তে আইসিসি ট্রফি জয়ের নীরিখে রিকি পন্টিংয়ের সঙ্গে দ্বিতীয় যুগ্মস্থানে রয়েছেন মেগ ল্যানিং। তাঁর হাত ধরে এবারের টি টোয়ে্বিটি বিশ্বকাপে দুররন্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে তারা। সেই সময় থেকেই ফাইনালের মঞ্চে নামার অপেক্ষা ছিল তাঁর। রবিবার টস করতে আসার পরই টি টোয়েন্টির মঞ্চে ইতিহাস তৈরি করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেদ ল্যানিং। প্রথম অধনিায়ক হিসাবে শততম টি টোয়েন্টি ম্যাচ খেললেন মেগ ল্যানিং।
২০১৪ সালে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব উঠেছিল মেগ ল্যানিংয়ের
পুরুষদের ক্রিকেটেই এখনও পর্যন্ত কোনও অধিনায়কই এই রেকর্ড গড়তে পারেননি। মহিলাদের ক্রিকেটে মেগ ল্যানিংয়ের পরেই রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক চার্লট এডওয়ার্ডস। ৯৩ টি ম্যাচ খেলেছেন তিনি। একইসঙ্গে টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে ৯৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে হরমনপ্রীত কৌরেরও। সেখানে মহিলাদের থেকে পুরুষ ক্রিকেটাররা অনেকটাই পিছিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত অধিনায়ক হিসাবে অ্যারণ ফিঞ্চ সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যারণ ফিঞ্চ।
জোডি ফিল্ডস অবসর নেওয়ার পরই ২০১৪ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব ওঠে মেগ ল্যানিংয়ের কাঁধে। সেই থেকেই সাফল্যের সহ্গে এগিয়ে চলা শুরু তাঁর। সেইসঙ্গে ব্যাট হাতেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন অস্ট্রেলিয়া মহিলা দলের তারকা অধিনায়ক। এই মুহূর্তে নিউ জিল্যান্ডের সুজি বেটসের পরই মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও তিনি। তাঁর হাত ধরেই টি টোয়্ে্টি বিশ্বকাপের মঞ্চে পরপর তিনবাকর ফাইনালে ওঠার রেকর্ডও গড়েছে অস্ট্রেলিয়া।
রবিবার সেই মেগ ল্যানিংয়ের মুকুটেই উঠল নতুন পালক। পুরুষ এবং মহিলাদের ক্রিকেট মিলিয়ে প্রথম অধিনায়ক হিসাবে টি টোয়েন্টি শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেগ ল্যানিং।
The post প্রথম অধিনায়ক হিসাবে শততম টি টোয়েন্টি ম্যাচের রেকর্ড মেগ ল্যানিংয়ের appeared first on CricTracker Bengali.










