সদ্য সমাপ্ত ইংল্যান্ড টেস্টের যথেষ্টই ছন্দে দেখা গেছে ভারতের মহিলা দলকে। ইংল্যান্ডকে কার্যত দুর্মুষ করে দিয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড। বৃহস্পতিবার থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়ার উওমেন টেস্ট। সেখানেও প্রথম দিনে যথেষ্ট ভালো খেলতে দেখা যায় হরমনপ্রীত কৌরের অধীনস্থ জাতীয় দলকে। মুম্বাইয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ২১৯ রানে অলআউট করে দেয় ভারতীয় দল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি তাদের। প্রথম ওভারেই ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন অজি ওপেনার ফোবে লিচফিল্ড। ঠিক পরের ওভারি দলের সবথেকে অভিজ্ঞ ও প্রথম সারির ব্যাটার এলিস পেরিকে বোল্ড আউট করে দেন পূজা। বেথমুণি ও তাহিলা ম্যাকগ্রা কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি। অর্ধশতরান সম্পূর্ণ করার পরেই তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয় স্নেহ রানা। তাঁর এই ইনিংসের মধ্যে ৮টি বাউন্ডারীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই নিয়ে তিনি পাঁচ টেস্টে তিনটি অর্ধ শতরান করে ফেললেন। অন্যদিকে মনি ধীরে খেললেও তাকে ৪০ রানের মাথায় আউট করে দেন পূজা। বাকিদের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া অধিনায়ক আলিসা হিলি ৩৮রান করে দলকে একটি সন্মানজনক স্কোরে পৌঁছে দিতে সক্ষম হয়।
প্রথম দিনের চা বিরতির পরেই ২১৯রানে শেষ হয়ে যায় অজি বাহিনী। যদিও কিছু ক্ষেত্রে ভারতীয় ফিল্ডিং এর দুর্বলতা যথেষ্ট ভাবে নজরে পড়েছে।
ম্যাকগ্রাকে ২৪ ও ৪৫ রানে আউট করার সুযোগ পেলেও বঞ্চিত হয় ভারত।
পরবর্তীতে ভারতীয় দল যখন ব্যাট করতে নামে দিনের শেষে এক উইকেটে তারা স্কোরবোর্ডে ৯৮রান জুড়ে দেয়। ভারতীয় বোলাররা দাপট দেখিয়ে দেশের মাটিতে দলকে একটি ভালো অবস্থানে পৌঁছে দেয়। ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালী বর্মার সৌজন্যে একটি বড় রানের পার্টনারশিপের লক্ষ্যে পাড়ি দেয় ভারত। অস্ট্রেলিয়ার বোলাররা কোনভাবেই তাদের সমস্যায় ফেলতে পারছিল না। যথেষ্ট স্বাচ্ছন্দ্যপূর্ণ শুরুটা করলেও ছন্দপতন হয় শেফালীর আউটে। তিনি ৪০রানে নিজের উইকেট দিয়ে আসেন। প্রথম দিনের শেষে ভারতের স্কোর দাড়ায় ১ উইকেটে ৯৮ রান। যদিও অস্ট্রেলিয়ার থেকে এখনো ১২১ রান পিছিয়ে রয়েছে তারা। তবুও মান্ধানা ৪৩রানে অপরাজিত ইনিংসে রয়েছেন। এই পরিস্থিতিতে ভারত বড় রানের লিড নিতে পারে কিনা এখন সেটাই দেখার।
The post প্রথম দিনের শেষে যথেষ্টই ছন্দে দেখা গেছে ভারতের মহিলা দলকে appeared first on CricTracker Bengali.