স্মৃতি মন্ধনার পারফরম্যান্সের সমালোচনায় অঞ্জুম চোপড়া

মার্চ 2, 2023

Spread the love

This content has been archived. It may no longer be relevant

Smriti Mandhana. (Photo Source: BCCI)

আবারও সেই অস্ট্রেলিয়া কাঁটাতেই বিধ্ব হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে পাঁচ রানে হেরে গিয়েছে ভারতীয় মহিলা দল। এরপরই ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনার সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়ার। আবারও সেই অ্যাশলে গার্ডনারের কাছে স্মৃতি মন্ধনার আউট হওয়া নিয়েই ক্ষুব্ধ অঞ্জুম চোপড়া। একই বোলারের বিরুদ্ধে স্মৃতি মন্ধনার মতো ক্রিকেটারের এমন অসহায়ের মতো আত্মসমর্পন নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে শেফালী বর্মার ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের টপ অর্ডার। যদিও ভারতকে জেতানোর শেষ পর্যন্ত একটা লড়াই চালিয়েছিলেন হরমনপ্রীত কৌর ও জেমিমা রডরিগেজ। তাদের  দক্ষ হাতে ভর করে একসময় ম্যাচ জয়ের আসাও প্রশস্ত হয়েছিল ভারতীয় মহিলা দলের। কিন্তু শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে গিয়েছে ভারতীয় মহিলা দল। এরপরই স্মৃতি মন্ধনা এবং শেফালী বর্মার পারফরম্যান্স নিয়ে সরব হয়েছেন প্রাক্তন মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ রানেই সাজঘরে ফিরেচিলেন স্মৃতি মন্ধনা

প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া এদিন ১৭২ রান করেছিল ভারতের বিরুদ্ধে। শুরুতেই ভারতের ওপেনিং পার্টনারশিপের থেকে একটা জোড়ালো পারফরম্যান্সের অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু হতাশা ছাড়া আর কিছুই মেলেনি ভারতীয় সমর্থকদের। ৯ রানে সাজঘরে ফেরেন শেফালী বর্মা।  কিছুক্ষণের মধ্যেই ২ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন স্মৃতি মন্ধনাও। এই দুই ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখেই অসন্তুষ্ট অঞ্জুম চোপড়া। বারবার অ্যাশলে গার্ডনারের বিরুদ্ধে স্মৃতি মন্ধনার ব্যর্থতা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন তিনি।

ম্যাচ শেষ  অঞ্জুম চোপড়া জানিয়েছেন, “টি টোয়েন্টিতে স্মৃতি মন্ধনাকে চারবার আউট করেছেন অ্যাশলে গার্ডনারক।  চতুর্থবারের ঘটনাটা হয়েছে এই টি টোেয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই। যদি একই বোলারের বিরুদ্ধে বারবার এওমনভাবে প্রতিহত হও তুমি, সেক্ষেত্রে তোমার থেকে দল বড় পারফরম্যান্স নিয়ে কেমনভাবে আশাবাদী হবে”।

মেগান শাটের বিরুদ্ধে শেফালী বর্মাকেও মাত্র ৯ রানেই থামতে হয়েছে

একইসঙ্গে ওপেনিংয়ে সাফল্য পাননি শেফালী বর্মাও। মেগান শাটের বোলিংয়ের বিরুদ্ধে মিস জাজমেন্টের ফলেই আউট হয়ে সাজঘরে পিরতে হয়েছিল েই তারকা ক্রিকেটারকে। তাঁর পারফরম্যান্স নিয়েও সমালোচনায় সরব হয়েছেন অঞ্জুম চোপড়া।

নিজস্ব ইউটিউব চ্যানেলে অঞিজুম চোপড়া জানিয়েছেন, “ভুল বিচারের জন্যই শেফালী বর্মাও এদিন তাঁর উইকেট হারিয়েছিলেন। অবশ্যই এলবিডব্লুর সিদ্ধান্ত আম্পায়ারের ছিল। কিন্তু শেফালী বর্মার বোঝা্ উচিত্ ছিল যে মেগান  শাট যখন পরপর দুটো বল বাইরেরে দিকে দিয়েছেন, সেক্ষেত্রে পরের বলটি ভিতরেই আসতে চলেছে। এর আগেও শেফালী বর্মাকে বিপদে ফেলেছিলেন মেগান শাট। এই ম্যাচে তাঁর মধ্যে আগে থেকে প্রস্তুতি নেওয়ার কেনও লক্ষণ দেখা যায়নি”।

The post স্মৃতি মন্ধনার পারফরম্যান্সের সমালোচনায় অঞ্জুম চোপড়া appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador