কোহলির চেয়ে তেন্ডুলকারকে এগিয়ে রাখলেন সাকলাইন মুশতাক

মার্চ 17, 2023

Spread the love

This content has been archived. It may no longer be relevant

Sachin Tendulkar and Virat Kohli. (Photo by Santosh Harhare/Hindustan Times via Getty Images)

যখনই বিশ্বের সেরা ব্যাটারদের নিয়ে আলোচনা হয়, তখনই সর্বদা বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকারের নাম উঠে আসে। উভয় ব্যাটারই ক্রিকেটের প্রতি যে পরিমাণ সময় ও নিষ্ঠা ব্যয় করেছেন তা প্রশ্নাতীত। দুজনের মধ্যে কে সেরা ক্রিকেটার তা নিয়ে বিতর্ক চলছে অনেক দিন ধরেই।

সচিন যেমন অতীতে ভারতীয় ক্রিকেটের পতাকাবাহক ছিলেন, তেমনই আধুনিক যুগে কোহলি ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ। দুই কিংবদন্তীর মধ্যে পরিসংখ্যানগত তুলনা চলতে থাকে, এবং উভয়ের সাফল্য নিয়েও আলোচনা চলতে থাকে। তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় কোহলির জন্য গলা ফাটান, আবার অন্যদিকে আগের প্রজন্মের মানুষের মনে এখনও তেন্ডুলকার তাঁর স্থান ধরে রেখেছেন।

এই প্রসঙ্গে আলোকপাত করে দুই ব্যাটারের মধ্যে তাঁর পছন্দের নাম বেছে নিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার সাকলাইন মুশতাক। প্রাক্তন স্পিনার মুশতাক জানিয়েছেন তেন্ডুলকার দক্ষতার দিক থেকে অনেক এগিয়েছিলেন এবং নিজের সেরা সময়ে তাঁকে অনেক বেশী গুণমানসম্পন্ন বোলারদের মোকাবিলা করতে হয়েছিল।

আপনাকে যদি কোনো শটের কপিবুক উদাহরণ দিতে হয়, লোকেরা সচিনের উদাহরণ দেয়: সাকলাইন মুশতাক

সাকলাইন মুশতাক সম্প্রতি একটি আলোচনায় অংশ নিয়েছিলেন যেখানে তিনি কোহলি এবং তেন্ডুলকারের মধ্যে তুলনা করেছেন। কোহলিকে আধুনিক দিনের GOAT (সর্বকালের সর্বশ্রেষ্ঠ) হিসেবে অভিহিত করা হলেও মুশতাক মত দিয়েছেন যে তেন্ডুলকারের চেয়ে বড় কেউ নেই।

“যদি এমন একজনই ব্যাটারের কথা ওঠে – এবং এটি শুধু আমি নই, পুরো বিশ্ব একমত – সচিন তেন্ডুলকারের চেয়ে বড় কেউ নেই। আপনাকে যদি কোনো শটের কপিবুক উদাহরণ দিতে হয়, লোকেরা সচিনের উদাহরণ দেয়। আজকের যুগে বিরাট কোহলি একজন কিংবদন্তী। কিন্তু সচিন অত্যন্ত কঠিন বোলারদের মোকাবিলা করেছে,” নাদির আলি শোতে মুশতাক বলেছেন।

“সে যুগের বোলাররা সম্পূর্ণ আলাদা কিছু ছিল। কোহলি কি ওয়াসিম আক্রামের মুখোমুখি হয়েছে? সে কি ওয়ালশ, অ্যামব্রোস, ম্যাকগ্রা, শেন ওয়ার্ন ও মুরালিথারানের মুখোমুখি হয়েছে? এরা বড় নাম ছিল, এবং তারা সবাই খুব চতুর বোলার ছিল। তারা জানত কীভাবে ফাঁদে ফেলতে হয়। আজ দুই ধরনের বোলার আছে – এক যে ব্যাটারকে আটকাবে এবং অন্যজন যে ব্যাটারকে ফাঁদে ফেলবে। আগের বোলাররা জানত কীভাবে দুটোই করতে হয়, বিশেষ করে ব্যাটারদের ফাঁদে ফেলতে হয়,” তিনি যোগ করেছেন।

The post কোহলির চেয়ে তেন্ডুলকারকে এগিয়ে রাখলেন সাকলাইন মুশতাক appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador